যশোরে ডিবির অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

যশোর ব্যুরোঃ

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার রাতে সদর উপজেলার ইছালী ইউনিয়নের কাশিমপুর মাঠপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান,এসআই কামাল হোসেন ও এএসআই নির্মল কুমার ঘোষের নেতৃত্বে একটি টিম পাচবাড়িয়া আমতলা মোড় এলাকায় অভিযান চালানোর সময় গোপন সূত্রে খবর পান কাশিমপুর মাঠপাড়ায় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ সময় রাত সাড়ে সাতটায় ঘটনাস্থলে পৌঁছে ডিবি পুলিশ তিনজনকে আটক করে। আটকরা হলেন মোঃ সোহান মোল্লা (২৫), প্রিন্স মাহমুদ (৩৭) ও ইয়াসিন আলী (২৪)। তাদের কাছ থেকে মোট ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে সোহান মোল্লার কাছ থেকে ১০০ পিস, প্রিন্স মাহমুদের কাছ থেকে ৩০ পিস ও ইয়াসিন আলীর কাছ থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া আরো জানান ,গ্রেফতারকৃতরা যশোরের কোতোয়ালি ও বাঘারপাড়া উপজেলার বাসিন্দা। সোমবার (২৮ অক্টোবর) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে ডিবি পুলিশ সূত্রে জানা গেছে।