
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
কাপ্তাই ওয়াগ্গা দোলইন্যা পাড়া রত্নমুনি বৌদ্ধ বিহারের কমিটি, বিহারাধ্যক্ষ ও দায়ক-দায়িকাবৃন্দ প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বরণের মধ্য দিয়ে দোলইন্যা পাড়া রত্নমুনি বৌদ্ধ বিহারের ১ম তম কঠিন চীবর দান ও নবনির্মিত বিহার উৎসর্গ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভান্তে ও বিহার এলাকা সহ বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিদের ছোয়াইং ও মধ্যাহ্নভোজন শেষে প্রধান অতিথি সহ সকল অতিথিদের ফুল দিয়ে অতিথি মঞ্চে কমিটি, বিহারাধ্যক্ষ ও দায়ক-দায়িকাবৃন্দ অভিনন্দন জানান। ২৫শে অক্টোবর শনিবার সকাল থেকে দিনব্যাপী কঠিন চীবর দান ও বিহার উৎসর্গ অনুষ্ঠানে ভোর থেকেই নতুন পোশাকে সজ্জিত হয়ে শত শত বৌদ্ধ নারী-পুরুষ অংশ নেন কঠিন চীবর দানোৎসব ও বিহার উৎসর্গ অনুষ্ঠানে। ব্যাংছড়ি বিহারের অধ্যক্ষ ভান্তে উঃ সনা মহাথেরের সঞ্চালনায় এবং কাপ্তাই ওয়াগ্গা দোলইন্যা পাড়া রত্নমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উঃ সবিত্ত মহাথেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন—দেবতাছড়ি মহাজন পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ক্ষেমিন্দা মহাথেরো, নোয়াপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পুঞাওয়াইন্সা মহাথেরো,
বাঙ্গালহালীয়া নাইকা বান্দায়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ক্ষেমাচারা মহাথেরো, রাজবিলা উদালবনিয়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পাইন্দা ওয়াইন্সা মহাথেরো, রাঙ্গুনিয়া ধর্মগোদা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ক্রানাওয়াইন্সা মহাথেরো,
বাঙ্গালহালীয়া সরকারি কলেজের অধ্যাপক ভদন্ত উত্তরা মহাথেরো এবং বান্দরবন সদর উজানি পাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ড. সুবল্ললংকারা মহাথেরো। অনুষ্ঠানে কাপ্তাই ওয়াগ্গা দোলইন্যা পাড়া রত্নমুনি বৌদ্ধ বিহার কমিটির সভাপতি কংক্যপ্রু কারবারি প্রধান অতিথির কাছে বিহারের জমি দানপত্র হস্তান্তর করে বক্তব্য রাখেন। এসময় আরো বক্তব্য রাখেন বিহার কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার হ্লাচিং মারমা প্রমুখ। সকাল থেকে ফুলপূজা, বুদ্ধপূজা, দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা ও পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার, কল্পতরু দান এবং পিণ্ডদানসহ নানাবিধ দান অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।





