যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভুয়া এন্টার্নি নার্স আটক মুচলেকায় মুক্তি

মোঃ মোকাদ্দেছুর রহমান রকিঃ

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভুয়া এন্টার্নি নার্স সেজে ঘোরাঘুরির অভিযোগে এক নারীকে আটক করে পরে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। আটককৃত নারীর নাম নীলা মল্লিক (২৫)। তিনি বাগেরহাট সদর উপজেলার কার্ত্তিকদিয়া এলাকার জাহিদ মল্লিকের মেয়ে। জন্মনিবন্ধন অনুযায়ী তার ঠিকানা যশোরের মনিরামপুর উপজেলার ভরতপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ড, খানপুর ইউনিয়নে। হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (২৩ অক্টোবর) সকাল পৌনে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় এপ্রোন পরিহিত অবস্থায় জরুরি বিভাগে ঘোরাঘুরি করতে দেখে চিকিৎসক ডা.শফিউল্লাহ সবুজ বিষয়টি হাসপাতালের পুলিশ বক্সে জানান। পরে কর্তব্যরত পুলিশ সদস্যরা নীলাকে হেফাজতে নেন এবং থানা পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ এসে তাকে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে নিয়ে যায়। তত্ত্বাবধায়কের নির্দেশে মুচলেকা নিয়ে সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হবে।