মানিকগঞ্জ হরিরামপুর উপজেলায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ আবদুল হক বিভাগীয় ব্যুরো প্রধান ঢাকাঃ

মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার ধুলশুড়া ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের শেখ কমল পিতা: শেখ হারুন অর রশিদ গ্রাম: রামেশ্বরপুর থানা: হরিরামপুর জেলা: মানিকগঞ্জকে নিজ বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ হরিরামপুর থানা পুলিশ এস আই নিরস্ত্র মীর মুরাদ হোসেন সঙ্গীয় ফোর্স সহ গ্রেফতার করেন। এ বিষয়ে হরিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, হরিরামপুর থানা মামলা নং ৪ তারিখ ৯-৫-২০২৩ ।মাদক ব্যবসায়ীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কোর্টে চালন করা হয়েছে বলে হরিরামপুর থানা এ তথ্য জানা য়ায।