চৌধুরী মুহাম্মদ রিপনঃ
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, কাপ্তাইয়ের শিক্ষার্থীরা। এ বছর প্রতিষ্ঠানটির মোট ১৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং সকলেই উত্তীর্ণ হয়। এর মধ্যে ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনের গৌরব লাভ করেছে।
প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম জানান, বিজ্ঞান বিভাগে ১০৮ জন শিক্ষার্থীর মধ্যে ৭ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৭ জনের মধ্যে ৩ জন জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগের ২৮ জন শিক্ষার্থীই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
তিনি আরও বলেন, “প্রতিবারের মতো এবারও আমাদের প্রতিষ্ঠান শতভাগ পাসের স্বীকৃতি ধরে রেখেছে। শিক্ষার্থীদের এই ধারাবাহিক সফলতা আমাদের গর্বিত করেছে।”
কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ (বাংলাদেশ নৌবাহিনী) এবং উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আগামীতে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।





