বিশ্ব শিক্ষক দিবস পালন করলো লংগদু সরকারি মডেল কলেজ

কামরুজ্জামান, লংগদু:

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাঙামাটির লংগদু সরকারি মডেল কলেজে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর ২০২৫) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে কলেজ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। এ বছরের শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল— “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”।
বিশ্বব্যাপী শিক্ষকদের অবদান স্মরণ ও সম্মান জানানোর উদ্দেশ্যে ১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর পালিত হয়ে আসছে বিশ্ব শিক্ষক দিবস। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওসমান গণি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।আলোচনায় বক্তারা বলেন, শিক্ষকরাই সমাজ পরিবর্তনের অগ্রদূত। শিক্ষকের হাতে গড়ে ওঠে একটি জাতির ভবিষ্যৎ। শিক্ষার্থীরাও নিজেদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।দিবসটি উপলক্ষে কলেজ ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।