
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলায় আজ (২ অক্টোবর ২০২৫) বিকেলে কর্ণফুলী নদীতে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। হাজারো ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে বিদায় জানানো হলো দেবী দুর্গাকে। পাঁচ দিনব্যাপী পূজা-অর্চনা ও উৎসব শেষে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটে। দুপুর থেকে প্রতিমা বহন করে আসতে থাকে বিভিন্ন পূজা মণ্ডপ, বিকেলের মধ্যে নদীর তীর ও ঘাটজুড়ে ভক্তদের ঢল নামে। ঢাক-ঢোল, উলুধ্বনি ও শঙ্খধ্বনির সঙ্গে একে একে প্রতিমা বিসর্জন হয়। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই মেতে ওঠেন আনন্দ ও বেদনার মিশ্র আবহে। উপজেলা প্রশাসন ও স্থানীয় পূজা উদযাপন পরিষদ বিসর্জন অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করে। নদীর তীর ও বিসর্জন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। প্রতিমা বিসর্জনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। তিনি বলেন, “দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব। এখানে সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে অংশ নেয়। এদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন,কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, কাপ্তাই ৪১ বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশীদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলা সভাপতি অরুপ কুমার মুৎসুদ্দি, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সমলেন্দু বিকাশ দাশ,কাপ্তাই উপজেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব লোটাস ভট্টাচার্য, এছাড়া বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা দুর্গা উৎসব পরিচালনা সমন্বয় কমিটির আহ্বায়ক এবং উপজেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক জগদীশ দাশ ও সদস্য সচিব এবং কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু। সমাপনী বক্তব্য দেন প্রধান সমন্বয়ক ও কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য। এর আগে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় শিবু জলদাসের ঢোল বাদন, নৃত্য ও গানের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। কাপ্তাই উপজেলায় প্রতিবছরই কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জন এক অনন্য উৎসবমুখর পরিবেশ তৈরি করে। নৌযাত্রা, আরতি ও সমবেত প্রার্থনার মধ্য দিয়ে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। স্থানীয় পর্যটকদের কাছেও এই দৃশ্য বিশেষ আকর্ষণ তৈরি করে।





