মানিকগঞ্জ হরিরামপুরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বিজয়া দশমী উৎসব

 

মোঃ আবদুল হক, জেলা প্রতিনিধিঃ

মানিকগঞ্জের হরিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আজ মহোৎসব বিজয়া দশমী উপলক্ষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে। পাঁচ দিনব্যাপী এ শারদীয় উৎসব শেষ হবে দেবী দুর্গার কৈলাস গমন ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।
আজ সকালে পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয় বিহিত পূজা ও আরাধনা। এর পরপরই হবে দর্পণ বিসর্জন। হিন্দু শাস্ত্র মতে, বিজয়া দশমীতে দেবী দুর্গা মর্ত্যলোক থেকে কৈলাসে ফিরে যান। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস—এই দিনে মানুষের মনের অশনি, অসুরত, কাম, ক্রোধ, হিংসা ও লালসাকে বিসর্জন দেওয়া হয়। প্রতিমা বিসর্জনের আগে নারীরা ঐতিহ্যবাহী সিঁদুর খেলায় মেতে ওঠেন। তাঁদের বিশ্বাস, এ খেলায় অংশগ্রহণ স্বামী-সন্তানের মঙ্গল ও পারিবারিক সুখ-সমৃদ্ধি বয়ে আনে।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবর রহমান জানান, “পূজা মণ্ডপের শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি ভালো আছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবেই প্রতিমা বিসর্জন সম্পন্ন হবে।