কাপ্তাইয়ে বিএসপিআই শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ

 

রাঙ্গামাটি প্রতিনিধি:

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) আনুমানিক সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ০৪ নং কাপ্তাই ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএসপিআই শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আওয়াজ তোলে। কর্মসূচি শেষে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে কুশপুত্তলিকা দাহ করেন। শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো—
১️ প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি ও হত্যার হুমকিদাতাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
২️ বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা। ৩️ কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের যৌক্তিক ছয় দফা দাবির পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা। শিক্ষার্থীরা জানান, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।