টইটুম্বুর কাপ্তাই লেক: কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ১৬ জলকপাট দিয়ে পানি নিঃসরণ

 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি :

টইটুম্বুর  রাঙামাটির কাপ্তাই লেক।
কোন রকমে লেকের  পানির উচ্চতা   নিয়ন্ত্রণে না আসায় বুধবার (১০ সেপ্টেম্বর)  দিবাগত রাত ৩ টা হতে  সাড়ে ৩ ফুট করে  পানি ছেড়ে দেওয়া হয়েছে     কাপ্তাই কর্ণফুলী  পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের( কপাবিক) ১৬ টি জলকপাট দিয়ে । এতে প্রতি সেকেন্ডে ৬৩  হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।  বিষয়টি নিশ্চিত করে কপাবিকে এর ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বুধবার   (১০ সেপ্টেম্বর)  সকালে   এই প্রতিবেদককে   জানান, মুহূর্তে মুহূর্তে লেকের পানি অস্বাভাবিক ভাবে বেড়ে যাচ্ছে। উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে লেকের পানির উচ্চতা বীপদ সীমার উপর চলে যাওয়ায় বুধবার  (১০ সেপ্টেম্বর)  দিবাগত রাত ৩ টায় কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট সাড়ে ৩  ফুট করে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরোও জানান বুধবার সকাল ৮ টায়  কাপ্তাই লেকে পানির উচ্চতা  ছিল ১০৮.৯০ ফুট মীনস সি লেভেল। লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীনস সি লেভেল।