মাইনীমুখ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে বিজয়ী হলেন যারা

 

কামরুজ্জামান, লংগদু প্রতিনিধিঃ

রাঙ্গামটি, লংগদু উপজেলার গুরুত্বপূর্ণ ও বিখ্যাত বাজার মাইনীমুখ বাজার, সেই বাজারে অনুষ্ঠিত হয়ে গেল বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ) সকাল থেকে রাংগামাটি পার্বত্য জেলার ঐতিহ্যবাহী বৃহৎ এই বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। উক্ত নির্বাচনে গুরুত্বপূর্ণ তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে । এতে সভাপতি পদে প্রার্থীতা করেছেন মো:আবুল কাশেম (মেম্বার), মোঃ কালু মিয়া ও মো: ফেরদৌস আহমেদ। সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা করেছেন মোঃ ছৈয়দ ইউনুস, মোঃ আবদুশ শাকুর, মোঃ আলা উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীতা করেছেন মোঃ ইব্রাহীম, মোঃ শামীম ও মোঃ জাকির হোসেন গাজী। নির্বাচনে ৩৬৯ ভোটারের মধ্যে ৩৬৪ জন বিকাল চারটা পর্যন্ত তাদের মূল্যবান ভোট প্রদান করেন। প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে মোঃ আবুল কাশেম (মেম্বার) সর্বোচ্চ ১৭২ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ আলাউদ্দীন ১৫৪ সর্বোচ্চ ভোট, এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইব্রাহীম( মেম্বার) সর্বোচ্চ ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন বাজারের ব্যবসায়ী ভোটার গন। নির্বাচনে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জানে আলম, যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্বে ছিলেন মাওলানা এএলএম সিরাজুল ইসলাম ও মোঃ জামাল উদ্দিন। মাইনীমুখ বাজার ব্যবসায়ীরা তারা একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে তারা তাদের সৎ ও যোগ্য প্রার্থীদের খুজে পায়েছেন বলে জানিয়েছেন।