
স্মৃতির কফিনে পেরেক ঠুকলে
স্মৃতি গুলো তুষচাপা আগুনে দহন
হৃদয়ের গহীনে ক্ষতবিক্ষত প্রতিধ্বনিত
ফাগুনের পবনে মৌমৌ গন্ধে আহাজারি
নয়তো বসন্ত বাতাবরণে উদ্বাস্তু ভুমরে কাঁদে
পরিত্যক্ত অবহেলিত কফিনে বন্দী বোবা কান্নায়!
কফিনে পেরেক ঠোকানো অব্যক্ত ইচ্ছে গুলো
রমনা বটমূলে বইমেলার সাদা কাগজের কফিনে
কালির রঙ তুলিতে আঁকা কবিতার পৌঙক্তি মালা
ফাগুনের সাজে সজ্জিত কিশোরী উন্মাদনায় মাতম
নতুন প্রেমের পশড়ায় সৌন্দর্যোর লীলায় বিহোল্লিত
কপালে পলাশ রাঙা টিপ উরন্ত বাসন্তী শাড়ির আঁচল খোঁপায় গুঁজে রক্ত জবা উদাসী বিহঙ্গ—-
বুকেধ্বস নেমে আমি উদ্ভ্রান্ত উদ্বাস্তুর মতন দিকভ্রান্ত
কবিতার পাণ্ডুলিপি এখন!
কবি, ফিরোজ শাহীন আলাল