
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন। কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় গেস্ট অব অনার ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সহ-সভাপতি হারুন অর রশিদ রতন, আবুল হাসেম মেম্বার, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক বাবু উথোয়াই মং মারমা, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবু মায়ারাম তঞ্চাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন কন্ট্রাক্টর। এসময় আরও উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য বাবুল তঞ্চাঙ্গা, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন মহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুপক মল্লিক রাতুল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, ওয়াগ্গা ইউনিয়ন মহিলা দলের সভাপতি ছালেহা আক্তার, ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম, শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল্লা আল নাহিয়ান ডালিম, কৃষকদলের সভাপতি নুরুল হক বাঁচা, জাসাস সাধারণ সম্পাদক ওমর ফারুক, ওয়াগ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল বাশার বাবুল, সদস্য সচিব সঞ্জয় তঞ্চাঙ্গা, ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ জাহিদ, কাপ্তাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রুবেল, ওয়াগ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাজু, মোঃ আরশাদুল, ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদল নেতা টিপু তঞ্চাঙ্গা, সোহেল তঞ্চাঙ্গা, পূর্ণধন তঞ্চাঙ্গা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
