রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪ হাজার প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট জব্দ, বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা

 

নিজস্ব প্রতিবেদক:
রাঙ্গামাটির কাপ্তাইয়ে ভারত থেকে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ শুল্ক ফাঁকিকৃত সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য আনুমানিক ২৮ লক্ষ টাকা।

রবিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ২টায় গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস-এর নেতৃত্বে ওয়াগ্গাছড়া ব্যাটালিয়ন সদর সংলগ্ন ১ নম্বর জিপি গেইট চেকপোস্টে অভিযান চালানো হয়। অভিযানে একটি এক্স নোহা মাইক্রোবাস তল্লাশি করে ৪ হাজার প্যাকেট ভারতীয় অরিস ব্র্যান্ডের অবৈধ সিগারেট জব্দ করা হয়। একইসাথে মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

জব্দকৃত সিগারেট ও গাড়ির মোট সিজার মূল্য আনুমানিক ২৮,০০,০০০/- (আটাশ লক্ষ) টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বর্তমানে জব্দকৃত সিগারেট ও গাড়ি কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

বিজিবির এমন তৎপরতা সীমান্ত অঞ্চলে অবৈধ পণ্য পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।