
কাপ্তাই প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলার ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহারে আজ ২৫ জুলাই শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভোজনশালা ও দেশনা ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে। বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমার আগেই নির্মাণ কাজটি সম্পন্ন করার লক্ষ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বিহার পরিচালনা কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা। তিনি বলেন, “এই মহতী উদ্যোগ সফলভাবে সম্পন্ন করতে হলে সকল দায়ক-দায়িকাবৃন্দদের আন্তরিক সহযোগিতা অপরিহার্য। ভোজনশালা ও দেশনা ঘরটি নির্মিত হলে এটি এলাকাবাসীর ধর্মীয় ও সামাজিক চর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে।” তিনি আরও বলেন, “এই ধর্মীয় কর্মকাণ্ডে শ্রদ্ধাদান দিয়ে সহযোগিতা প্রদান করলে, সকলেই পূণ্য অর্জনের ভাগীদার হতে পারবেন। তাই সবাইকে এগিয়ে আসার বিনীত আহ্বান জানাচ্ছি।” উল্লেখ্য, ওয়াগ্গা-সাপছড়ি এলাকার বৌদ্ধ বিহারটি বহু বছর ধরে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।





