
কাপ্তাই রাঙ্গামাটি প্রতিনিধি:
২২ ফেব্রুয়ারী ২০২৫ শনিবার যোহরের নামাজ আদায়ের মধ্যে দিয়ে কাপ্তাই উপজেলার
১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান মুসলিম পাড়া এলাকার মুসলিম পাড়া বায়তুল করিম মসজিদ ভূমিদাতা মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে নব নির্মিত জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।
মুসলিম পাড়া বায়তুল করিম মসজিদের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মসজিদ অনুদান দাতা বিশিষ্ট ব্যবসায়ী
পাকিজা ফাউন্ডেশন ও মানবিক বাজার মোঃ আরশাদ ছিদ্দিকী, উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা শফিকুর রহমান, সার্বিক সহযোগিতা ও অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, মাওলানা মোঃ আবু বক্কর ছিদ্দিক, এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি প্রধান ব্রাঞ্চ এর সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাজিব আহসান, বিশেষ অতিথি হিসাবে আরোও উপস্থিত ছিলেন,
মাওলানা মোঃ আব্দুর রহীম ও মাওলানা মোঃ আব্দুল আজিজ, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আইয়ুব প্রমুখ। প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রত্যান্ত পাহাড়ে অঞ্চলের গ্রামের মুসুল্লিদের নামাজ আদায় করার জন্য ২ কিঃমিঃ পথ হেটে নামাজ আদায় করতে হয় জানতে পেরে আমার পক্ষ হতে এবং অত্র এলাকাবাসী ও বন্ধু-বান্ধব সকলের সহযোগিতায় মুসলিম পাড়া বায়তুল করিম মসজিদ আজ সম্পাদন তাই আজ উদ্ধোধনীতে সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে এই মসজিদের ভূমিদাতা মুসলিম পাড়া র বাসীন্দা আবুল কাশেম ভাইকে কৃতজ্ঞতা ও মহান আল্লাহ আবুল কাশেম ভাইয়ের দান কবুল করেন। এই সময় ভূমিদাতা আবুল কাশেম বলেন,আল্লাহ র জায়গা আল্লাহকে দিয়েছি প্রয়োজনে আরোও লাগলে দিবো। যোহরের নামাজ আদায়ের পর উদ্ধোধন শেষে মুসলিম পাড়া বায়তুল করিম মসজিদে আগত অতিথি ও মুসুল্লি এলাকাবাসী বিশেষ দোয়া ও মুনাজাত করার মাধ্যমে তবারক বিতরন করা হয়।
নবাগত উদ্ধোধীত মুসলিম পাড়া বায়তুল করিম মসজিদে অজু খানা ও বার্থরুম খুবই জররী, তাই ধর্মপ্রাণ ধর্ম প্রাণ বিরক্তিটির সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মসজিদ কমিটি।