
রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছে মন্টু চাকমার পরিবার। সোমবার সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ড বগাছড়ির কৈলাস পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন নানিয়ারচর জোন উপ অধিনায়ক মোঃ মশিউর রহমান। এসময় নিঃস্ব হয়ে পড়া মন্টু চাকমার পরিবারকে সহযোগিতার আশ্বাস দিন এই সেনা কর্মকর্তা। জানতে চাইলে নানিয়ারচর থানার ওসি মোঃ নাজির আলম মুঠোফোনে জানায়, ঘটনার খবর পেয়ে আমাদের একটা টিম ঘটনাস্থল পরিদর্শনে আসি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জিডি করার বিষয়টি প্রক্রিয়াধীন। ভুক্তভোগী মন্টু চাকমা জানায়, এই ঘটনায় তার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার গরু বিক্রির ১লক্ষ ত্রিশ হাজার টাকা ঘরে ছিল। সব টাকাই পুড়ে গেছে। এখন আমি পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম। এসময় নানিয়ারচর জোন জেসিও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শহিদুল্লাহ ও ইউপি সদস্য মোঃ আব্দুল মালেকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।