
রবিউল হোসেন রিপন কাপ্তাই রাঙ্গামাটি প্রতিনিধিঃ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”
রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যে সামনে রেখে
“সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবা মূলক কাজে যুবদের ভূমিকা ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । আজ ২৮ জানুয়ারি ২০২৫ আজ সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা হলরুম কিন্নারীতে এ কর্মশালা অনুষ্ঠিত হয় । রাংগামাটি পার্বত্য জেলা ,যুব উন্নয়ন অধিদপ্তর, উপপরিচালক মোহাম্মদ শাহজাহান সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) স্বরূপ মুহুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডাঃ রহমতউল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা :ডঃ এনামুল হক হাজারী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, চ্ন্দ্রঘোনা মিশন হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং,কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান হোসেন, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন,সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ খাইরুল আলম প্রমুখ। এ সময় প্রধান অতিথি র বক্তব্যে বলেন, সামাজিক কর্মকান্ডে যুবদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে,যুব’রা পারে সমাজকে বদলে দিতে। যুব’রা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে সমাজকে দুর্বার গতিতে এগিয়ে নিতে পারবে। আজকের যুবকেরা আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিবে। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধনকৃত বিভিন্ন ক্লাবের সদস্য ও বিভিন্ন এলাকা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত শতাধিক যুব ও যুব মহিলা সামাজিক কর্মকান্ড ও সেবা মূলক কাজে যুবদের ভূমিকা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।