
মোঃ মামুন স্টাফ রিপোর্টার :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় জামপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামপুর ইউনিয়নের যুবদলের সাবেক আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম স্বপন এর সভাপতিত্বে এবং মোঃ মোজাম্মেল সাবেক নারায়ণগঞ্জ জেলার ছাত্রদলের সহ-সভাপতি, জাহাঙ্গীর আলম সোনারগাঁ থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক, মোঃ মামুন সাবেক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য, যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সাবেক সভাপতি নারায়ণগঞ্জ জেলা বিএনপির, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব খন্দকার মোঃ আবু জাফর সাবেক সভাপতি সোনারগাঁ থানা বিএনপি, উদ্বোধক ছিলেন অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল সাবেক সহ-সভাপতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃশাহ-আলম মুকুল,সালাউদ্দিন সালু সদস্য সচিব নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের, মোঃ শহিদুল ইসলাম স্বপন সভাপতি সোনারগাঁ থানার যুবদল,মোঃ মুজিবুর রহমান , মোঃ আশরাফ প্রধান সোনারগাঁও থানা যুবদল, মোঃ নাসির সদস্য সচিব সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দল,হাজী পিয়ার হোসেন নয়ন সিনিয়র যুগ্ন আহবায়ক সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দল, মোঃ শামীম সাবে সাংগঠনিক সম্পাদক জামপুর ইউনিয়ন ছাত্রদল, সেলিম, শরিফ, সুমন, আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতেই ছাত্র বৈষম্য আন্দোলনের নিহতদের স্মরণে এক মিনিট সম্মান প্রদর্শন করা হয়। জামপুর ইউনিয়নের বিএনপি’র যেসব নেতারা ইতিমধ্যে মৃত্যু বরণ করেছেন তাদের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকা সত্ত্বেও বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাকে বিনা চিকিৎসায় বাংলাদেশে রেখেছে অথচ উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অনুমতি দেননি। বাহিরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করালে আল্লাহর রহমতে অনেক আগেই তিনি আরোগ্য লাভ করতেন।
ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে আজকে স্বৈরাচারীর পতন হয়েছে। ইনশাল্লাহ ইতোমধ্যেই লন্ডনে খালেদা জিয়ার সব চিকিৎসা চলছে। আল্লার রহমতে তিনি সুস্থ হয়ে খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য নেতৃবৃন্দ মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন