
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। জাতিসংঘ কর্তৃক এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ।’ শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন এবং তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই দিবসটির সূচনা হয়। ১৯৯২ সাল থেকে জাতিসংঘ ঘোষিত এ দিবসটি পালন করে আসছে বিভিন্ন সরকারী বেসরকারি সংস্থা ।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের বিভিন্ন উপকরণ বিতরণ করে বক্তব্যে বলেন,
৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ পালনে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি আরোও বলেন এ দেশকে প্রতিবন্ধী অপ্রতিবন্ধী নির্বিশেষে সবার জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে সকলের এগিয়ে আসার আহবান জানান।
আজ ৪ ডিসেম্বর বুধবার ২০২৪ কাপ্তাই উপজেলা পরিষদ হল রুমে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস অনুষ্ঠানে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা র উপস্থাপনায় এই সময়
সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাছান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিরেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কাপ্তাই উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিমি চাকমা, কাপ্তাই প্রেসক্লাব এর সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুব উন্নয়ন অফিসার মোঃ জাকির হোসেন প্রমুখ। ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা র প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান করেন,কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা। উপজেলা প্রশাসন, কাপ্তাই ও ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মান এর সহযোগীতায়।