যথাযোগ্য মর্যাদায় কাপ্তাই বড়ুইছড়ি যুব সমাজের উদ্ধেগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সীরাতুন্নবী উদযাপন

চৌধুরী মুহাম্মদ রিপনঃ

আজ ঐতিহাসিক ১২ রবিউল আউয়াল। জুলুসের নগরে পরিণত হয়েছে সারাদেশে হামদ, নাত, দরুদে মুখরিত জুলুস। পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) ও সীরাতুন্নবী (সা.) উপলক্ষে কাপ্তাই উপজেলা মডেল মসজিদে মিলাদ মাহফিল করা হয়। উল্লেখ এই বছর কাপ্তাই উপজেলা মডেল মসজিদ সম্পূর্ণ হওয়ার পর প্রথম বার ঈদে মিলাদুন্নবী ও সীরাতুন্নবী অনুষ্ঠিত।
প্রতিবারের মতো কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি যুব সমাজ এর উদ্ধেগে এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাপ্তাই উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন। ঈদে মিলাদুন্নবী এবং সীরাতুন্নবী এলাকার ধর্মপ্রাণ ইসলাম প্রিয় মানুষ ঐতিহ্যবাহী ৫২তম জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী ও সীরাতুন্নবী একসাথে পালন করা হয়। আজ সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ইং বাদে আছর মিলাদ মাহফিল কাপ্তাই উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলাদ মাহফিল উদযাপন কমিটির সভাপতি কাপ্তাই উপজেলা মডেল মসজিদ ইমাম হাফেজ মোঃ সোলাইমান । অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, কাপ্তাই উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসাবে উপস্থিত ছিলেন,মাওলানা হাফেজ সা’আদাত হোসেন দাঃবাঃশাইখুল হাদিস ও মুহতামিম: জামিয়া দারুল উলুম জান মুহাম্মদ পাড়া, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।মাওলানা শফিকুর রহমান সাহেব দাঃবাঃ প্রতিষ্ঠতা পরিচালক: বায়তুল হুদা কমপ্লেক্স বনগ্রাম, চন্দ্রঘোনা, রাঙ্গুনিয়া।মাওলানা মুফতি ইমরান সাহেব দাঃবাঃ মুহতামিম: সেগুনবাগান মদিনাতুল উলুম মাদ্রাসা, বনগ্রাম, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।মাওলানা মুফতি জানে আলম সাহেব দাঃবাঃসভাপতি: জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ রাঙ্গুনিয়া।মাওলানা ইব্রাহিম সাহেব দাঃবাঃ ইমাম ও খতিব: বায়তুন নূর জামে মসজিদ, বারঘোনীয়া গেইট, কাপ্তাই।হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম সাহেব দাঃবাঃইমাম ও খতিব:রাজস্থলী উপজেলা মডেল মসজিদ, রাজস্থলী রাঙ্গামাটি। হাফেজ মাওলানা মোঃ মোশাররফ হোসেন দাঃবাঃ ইমাম ও খতিব। বাঁশকেন্দ্র জামে মসজিদ এবং পরিচালক দারুল আরকাম মাদ্রাসা কাপ্তাই, রাঙ্গামাটি।হযরত মাওলানা হাফেজ আনোয়ার হোসেন সাইফী সাহেব বি,এফ, আই,ডি,সি, জামে মসজিদ, কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা। আমন্ত্রিত উলামায়ে কেরামরা মাহফিল বলেন,পৃথিবী থেকে অন্ধকার অনাচার ব্যভিচারসহ মানবতা বিরোধী অপরাধ দূর করতে আলোর মশাল নিয়ে শুভাগমন করেন বিশ্ব মানবতার ত্রাণকর্তা মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তিনিই পৃথিবীতে সাম্য মৈত্রী সুবিচার এবং সমতাভিত্তিক মানবিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলেন। তাই মহানবীর এই দুনিয়ায় শুভাগমন সমগ্র মানবজাতির জন্য আল্লাহ পাকের বিশেষ নেয়ামত ও অনুগ্রহ। উলামায়ে কেরামরা আল্লাহ পাক এর কাছে বিশেষ মোনাজাতে জাতি ধর্ম নির্বিশেষে সকলের সুখ সমৃদ্ধি শান্তি কামনা করেন। এই সময় আয়োজক কাপ্তাই উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার ও বড়ুইছড়ি যুব সমাজ এর তত্ত্বাবধানে মাহফিল শেষে আগত মাহফিল এ উপস্থিত মেহমানদের তাবারক বিতরণ করার মধ্যদিয়ে ঈদে মিলাদুন্নবী ও সীরাতুন্নবী সম্পাদন করা হয়।