
মোহাম্মদ মাসুদঃ
র্যাব-৭, চট্টগ্রামের মাদক বিরোধী অভিযানে কুমিল্লার চৌদ্দগ্রাম হতে ১৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০৩ জন মাদক কারবারি আটক; মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা জব্দ।
১জুন, ভোর ৫টায় কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা হতে আসামিদের আটক করে। আটককৃতরা হলেন,১। ছোটন (২৮), পিতা-মৃত জহিরুল হক, সাং-পিপড্ডা, থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা, ২। সাইদুল ইসলাম (৪০), পিতা-মৃত আব্দুল হাকিম, সাং-বড় গাংগাইল, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এবং ৩। মোঃ সিরাজুল ইসলাম (৩৮), পিতা-মৃত ওবায়দুল হক, সাং-দূর্গাপুর, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা।
র্যাব তথ্যে জানা যায়,গোপন সংবাদে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি সিএনজি অটোরিক্সা যোগে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রাম এর দিকে এগিয়ে আসছে। উক্ত তথ্যে আসামিদের আটক করে।
চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা হতে পার্শ্বে কাবাব এক্সপ্রেস রেস্টুরেন্টের সামনে অস্থায়ী চেকপোষ্টে গাড়ী তল্লাশীতে সিএনজি অটোরিক্সা সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা অটোরিক্সা সহ আসামি দের আটক করে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ তল্লাশীতে অটোরিক্সার পিছনের সীটে বিশেষ কৌশলে রক্ষিত ১টি পাটের বস্তা হতে মোট ১৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামিদের গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটি জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে মাদকদ্রব্য (ফেন্সিডিল) কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০২ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।