
মোঃআবদুল হক বিভাগীয় ব্যুরো প্রধান ঢাকাঃ
মানিকগঞ্জে আসন্ন ঈদ উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনা ও যানযট নিরসন কমিয়ে আনতে এবং সড়কে চাঁদাবাজি বন্ধে যানবাহন চালকদের নিয়ে গণসচেতনতা কর্মসূচি শুরু করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ।
এ উপলক্ষে শনিবার (৩০ মার্চ) সকালে জেলার সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় বাস, মিনিবাস, ট্রাক অটোটেম্পু চালক ও শ্রমিকদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে উক্ত কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান বিপিএম, পিপিএম বার।
এসময় পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, ঈদ উপলক্ষে রাস্তায় দুর্ঘটনা এড়াতে চালকদের নিরাপদ দূরুত্ব ও গতি বজায় রেখে পরিবহন চালাতে হবে। যানবাহনে ফগলাইট ও পার্কিং লাইট জ্বালিয়ে রাখা যাবেনা। লেন পরিবর্তনে অভারটেকিং থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে চলাচলের ক্ষেত্রে চালকদের সব সময় সচেতন থাকতে হবে এবং ট্রাফিক আইন মেনে পরিবহন চালানোর নির্দেশ দেন তিনি।
পুলিশ সুপার আরও বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত কোন পরিবহনে কোন রকম চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কেউ কোন চাঁদাদাবী করলে সাথে সাথে আমাকে ফোন দিবেন। সড়কে কোন রকম চাঁদাবাজি চলবে না। আপনারা নির্বিঘ্নে যানবাহন চালাবেন। জেলা পুলিশ সব সময় আপনাদের পাশে আছে।
এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরজাহান লাবনীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ