
মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধিঃ
বান্দরবানের লামা থানার শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ শাহিন প্রকাশ পুতু’কে মহানগরীর চান্দগাঁও থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
১৬ নভেম্বর দুপুর ২:৩০টায় চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকায় আত্মগোপনকালে আভিযানে মোঃ শাহিন কে (২২), পিতা-মোঃ বাবুল, সাং-হরিণখাইয়া, থানা-লামা, জেলা-বান্দরবান’কে আটক করে।
মামলার বাদী জয়নাল উদ্দীন (৪২) লামা থানাধীন বড় মুসলিম পাড়া এলাকার বাসিন্দা। ১৯ডিসেম্বর-২২ইং তার শিশু সন্তানদের বাড়ীতে রেখে ব্যক্তিগত কাজে লামা বাজারে এবং ভিকটিমের মা ও খালা ডাক্তার দেখানোর জন্য চকরিয়ায় গমন করে। ঐসময় ভিকটিম শিশু মোঃ হোসাইন জিসান (৭) এবং শিশু তাফফিয়া (৪) নিজ বাড়ীর উঠানে খেলা করছিল। শিশুদের বাড়ীতে একাপেয়ে প্রতিবেশী ইউসুফ এর শ্যালক পুতু ভিকটিম শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে বাদীর গোসলখানায় নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক মুখ চেপে ধরে পায়ূ পথে ধর্ষণ করে কাউকে কিছু না বলার জন্য হুমকি প্রদান করে। ভিকটিমের বাবা-মা বাড়িতে আসলে ভিকটিম ঘটনার বিষয়টি তাদের জানায়।
উক্ত ঘটনায় বাবা বাদী হয়ে পুতু’কে আসামি করে লামা থানায় একটি ধর্ষণ মামলা নং-০৯/১৭৪, দায়েরের পর হতে আসামি আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরধারী এবং ছায়াতদন্ত নজরধারীর এক পর্যায়ে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকায় আত্মগোপনকালে আভিযান৷ আটক করে।
জিজ্ঞাসাবাদে সে বর্ণিত ধর্ষণ মামলার পলাকত আসামি মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়ানোর জন্য চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের বান্দরবান জেলার লামা থানায় হস্তান্তর করা হয়েছে।তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক মিডিয়া অফিসার নুরুল আফছার।