
মোঃ আবদুল হক বিভাগীয় ব্যুরো প্রধান ঢাকাঃ
মানিকগঞ্জে মা মাহামুদা আক্তার হত্যার দায়ে মেয়ে জ্যোতি, তার প্রেমিকা নাঈমের যাবজ্জীবন কারাদন্ড ও তাদের দুুুুই সহযোগির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। আসামীদের উপস্থিতিতে আজ (বুধবার) বেলা সাড়ে ১১টায় এই আদেশ দেন মানিকগঞ্জ জজকোর্টের সিনিয়র দায়রা জজ জয়শ্রী সমাদ্দার।
২০২০ সালের ২৩ জানুয়ারী মানিকগঞ্জ জেলাশহরের দক্ষিণ সেওতা এলাকার মাহামুদা আক্তার নিজবাড়িতে খুন হন। এই ঘটনায় নিহতের স্বামী জহিরুল ইসলাম বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ শামীম আল মামুন তদন্তশেষে নিহত মাহামুদা আক্তারের মেয়ে জুলেখা আক্তার জ্যোতি, তার কথিত প্রেমিকা শফিউর রহমান নাঈম, তাদের ভাড়াটিয়া খুনী রাকিব হোসেন, মাহাফুজার রহমান ও নুর বক্সের বিরুদ্ধে ওই বছরের ৩১ মে আদালতে চার্জশীট দাখিল করেন। আসামী মাহাফুজার রহমান, শফিউর রহমান নাঈম, মোঃ রাকিব ও জুলেখা আক্তার জ্যোতি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মেয়ে জ্যোতির সাথে নাঈমের প্রেমে বাধা দেওয়ায় মাকে বালিশ চাপায় খুন করার পরিকল্পনা করে বলে জানান জজকোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুস সালাম।
এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বামী ফজলুর রহমান। তিনি বলেন, মাকে খুন করার পরিকল্পনা করে মেয়ে আর তার প্রেমিকা। তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু তাদের দুইসহযোগিকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। এটা হতে পারে না। তিনি তাঁর মেয়ে ও প্রেমিকার মৃত্যুদন্ডের দাবীতে উচ্চ আদালতে আপীল করবেন বলে জানান।
মানিকগঞ্জের চাঞ্চল্যকর মাহমুদা আক্তারকে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদন্ড ও দুইজনের যাবজ্জীবন হওয়ায় রাষ্টপক্ষ সন্তোস প্রকাশ করলেও অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বামী।