
মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষীয়ান বরেণ্য রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর একাদশ তম মৃত্যুবার্ষিকী
নানা কর্মসূচির মধ্য দিয়ে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হলো।
গতকাল শনিবার সকাল থেকে মরহুমের গ্রামের বাড়ি হাইলধরের বাবুর কবরে ভালোবাসা আর শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ ভিড় করে।
চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে স্মরণকালের স্মরণীয় হয়ে থাকবে এই বরেণ্য প্রবীণ রাজনীতিবিদ। তাঁর কর্মগুণ স্মরণে তার ভক্ত আশেক সকলের ছিল বিনম্র শ্রদ্ধা অকৃত্রিম শ্রদ্ধায় ভালবাসায় স্মৃতিচারণ। মরহুমের বাড়িতে আশেপাশের কাছের এলাকাসহ বিভিন্ন অঞ্চলের বিভিন্ন পেশা শ্রেণীর রাজনীতি অঙ্গন সহ সর্বস্তরের মানুষের মিলন মেলায় পরিণত হয়।
তাঁর আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। গতকাল শনিবার সকালে বাবুর কবরে তাঁর জ্যেষ্ঠ পুত্র ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ–সভাপতি আবু সুফিয়ান, শাহজাদা মহিউদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রনি, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান মৃনাল কান্তি ধর, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.আবদুল মান্নান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি এস এম আলমগীর চৌধুরী, ভিপি জাফর উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলাইমান তালুকদার, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, চেয়ারম্যানদের মাঝে নোয়াব আলী, কলিম উদ্দীন, এম এ কাইয়ুম শাহ, আমিন শরীফ, বীর মুক্তিযোদ্ধা শামশুল ইসলাম চৌধুরী, হাসনাইন জলিল চৌধুরী শাকিল, অসীম কুমার দেব, আফতাব উদ্দিন সোহেল, আজিজুল হক চৌধুরী বাবুল, মো. ইদ্রিস, উপজেলা আ.লীগের সহ–সভাপতি আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী, শাহাব উদ্দীন আহমদ, সগীর আজাদ, হাফেজ আবুল হাসান কাশেম, মোঃ জসিম উদ্দীন আমজাদী, বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ, আজিজুল হক নসু, এডভোকেট ইমরান হোসেন বাবু, সাহাব উদ্দীন হেলাল, দিদারুল ইসলাম চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।