সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন

 

মোঃ খাইরুজ্জামান সজিব
সিনিয়র স্টাফ রিপোর্টার

রবিবার (২৯অক্টোবর এক বিবৃতিতে জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাতা সভাপতি এম শাহীন আলম এ নিন্দা জানায়।

শনিবার (২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল।সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে জড়ান বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ সহ দুইজন নিহত হন আহত হন অনেকে। গত শনিবার বিএনপির মহাসমাবেশ কে কেন্দ্র করে পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর বিভিন্ন স্থানে প্রায় ২৫ আহত ও হামলার শিকার হয়েছেন বলে জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাতা সভাপতি এম শাহীন আলম জানিয়েছে এ ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে অভিহিত করেছে জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন। জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের বিবৃতিতে বলা হয়েছে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে
বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির সংবাদ সংগ্রহ করেন। তারা তা জনগনের সামনে তুলে ধরেন। কিন্তুু এই দায়িত্ব পালনের সময় তাদের ওপর আক্রোমন করা বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া খুবই উদ্ধেগের বিষয়। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা যে নিশ্চিত করা হয়, সে জন্য সব রাজনৈতিক দলও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ । এ সময় অন্যান্যর মধ্যে বিবৃতি দেন জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মোঃ আলহাজ্ব মোরর্শেদ আলমও সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুজ্জামান সজিব, প্রচারও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোঃ হাসান আলী, সহ- অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ আরো অনেকে প্রমূখ।