আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন এর অতিরিক্ত নির্বাহী পরিচালক এর দায়িত্বভার গ্রহণ

 

নিজস্ব প্রতিবেদকঃ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়ে ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম সজল এর উপস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত নির্বাহী পরিচালক পদে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন ( এফবিজেও) এর মহাসচিব ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সদস্য ডেমরা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃশামছুল আলম কে আইডি কার্ড পরিয়ে দায়িত্ব অর্পণ করা হয়। একই সাথে শেখ মনির আহমেদ মনিকে পরিচালক অপারেশন এর দায়িত্ব অর্পণ করা হয়। এ সময় অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ শামছুল আলম সংস্থার চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক কে মিষ্টিমুখ করান। তিনি আগামীতে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন এর সফলভাবে কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।