
মোঃ আবদুল হক বিভাগীয় ব্যুরো প্রধান ঢাকা:
মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান পরিচালিত হয়। মূল্য তালিকা ঠিক না থাকাই এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় দুইটি দোকান ৭হাজার টাকা জরিমানা করা হয়।দোকানগুলো হল-। অনন্ত ভান্ডার: ৫০০০টাকা দুদু ব্যাপারী সবজি বিক্রেতা:২০০০টাকা অভিযানের সময় সাধারণ জনগণের কাছে সরকারি মূল্যে দ্রব্য বিক্রয় করার লক্ষ্যে আড়তদার এবং খুচরা ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করেন।অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুজ্জামান খান রুমেল, মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার ও হরিরামপুর উপজেলা সেনেটারী অফিসার, আতিউর রহমান সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।