
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
রাঙ্গামাটি পার্বত্য জেলার আগষ্ট/ ২০২৩ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম(বার), পিপিএম কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলা কাপ্তাই থানার সাব-ইন্সপেক্টর ইমাম উদ্দীন মাদকদ্রব্য (দেশীয় তৈরী ছোলাই মদ) উদ্ধারে শ্রেষ্ঠত্ব অর্জন করায় রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) এর মাধ্যমে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসাবে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম কর্তৃক নগদ অর্থ পুরস্কার গ্রহণ করেন কাপ্তাই থানার সাব-ইন্সপেক্টর ইমাম উদ্দীন। রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা গতকাল ১৭ সেপ্টেম্বর ২০২৩ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ শাহ ইমরান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) । অপরাধ সভায় পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অপরাধ সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।