মো:সেলিম নিজামীকে ডেমরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঘোষণা

 

প্রেস রিলিজঃ

সত্যের সন্ধানে নবীন প্রবীণ একঝাক কলম সৈনিকের নির্ভীক প্রয়াস শ্লোগান নিয়ে ডেমরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও শাহাদাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় আজ শনিবার ৫ ই আগস্ট ২০২৩ ডেমরা স্টাফ কোয়াটার ইয়েস সমতক টাওয়ারের তৃতীয় তলায় ক্লাবের থাই কার্যালয় এক সাধারণ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ সেলিম নিজামীকে এক বছরের জন্য ডেমরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় এছাড়াও আগামী ২০২৪ সালের আগস্ট মাসে পূর্ণ কমিটির নির্বাচন ঘোষণা করা হয়। উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতিদের মধ্যে এমএস সিদ্দিক মিয়া,সহ-সভাপতি মোঃশামছুল আলম, সহ-সভাপতি মো: হুমায়ন কবির, এছাড়া বিমল সরকার, রফিকুল ইসলাম রনি, রাজিব হোসেন রাজু, রেজাউল ইসলাম, ফারুকুল ইসলাম ফারুক, এম এ সাইদ,হুসেইন মিয়া, শামসুদ্দোহা জুয়েল, নাজমুল ইসলাম, শফিকুল ইসলাম শফিক, সারোয়ার হোসেন, মোহাম্মদ নাসির মিয়া, খালেদ মাসুদ, শাহিনুর ইসলাম, শরিফ হোসেন, মোগল হোসেন সম্রাট, নুরুজ্জামান, কাজী আবু হানিফ, হানিফ মিয়া, মুন্না, আজম ইকবাল, বজলুর রহমান প্রমুখ। সাধারণ সভা শেষে সব স্মৃতি অনুষ্ঠানের আয়োজন ও নতুন সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে বরণ করেন ক্লাবের সকল সদস্যবৃন্দ।