কাপ্তাইয়ে সংগীতগুরু ফনিন্দ্র লাল ত্রিপুরার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসলেন কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি

 

চৌধুরী মুহাম্মদ রিপনঃ

রাঙামাটির কাপ্তাইয়ে আয়োজিত হতে যাচ্ছে এক মানবিক উদ্যোগ— চ্যারিটি শো “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”। আগামী ১৫ অক্টোবর, বুধবার বিকেল ৪টা থেকে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই বিশেষ সংগীতানুষ্ঠানটি। অনুষ্ঠানটি আয়োজন করছে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি, সংগীত গুরু ও অবসরপ্রাপ্ত শিক্ষক ফনিন্দ্র লাল ত্রিপুরার চিকিৎসা সহায়তার উদ্দেশ্যে। এই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো “সারেগামাপা”র শিল্পী শুভ দাশ। এছাড়াও অংশ নেবেন চট্টগ্রামের নন্দিত কণ্ঠশিল্পী ও বেতার-টিভি শিল্পী রাজেশ সাহা, কণ্ঠশিল্পী রিয়াজ ওয়ায়েজ, বেতার ও টিভি শিল্পী রোমেন বিশ্বাস রাজু। স্থানীয় শিল্পীদের মধ্যে পারফর্ম করবেন কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির বেতার ও টিভি শিল্পী মোঃ রফিক, রওশন শরীফ তানি, এবং তামান্না ইসলাম। বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় কাপ্তাই শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চ্যারিটি শো উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান। সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি রুহুল আমিন। তিনি বলেন একজন গুণী মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। ফনিন্দ্র লাল ত্রিপুরা কাপ্তাইয়ের সাংস্কৃতিক বিকাশে অসামান্য অবদান রেখেছেন। তাঁর প্রতি এই সহায়তা আমাদের কৃতজ্ঞতার প্রকাশ। এসময় উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক ও একাডেমীর সহ সভাপতি ডা. প্রবীর খিয়াং, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক জয়সীম বড়ুয়া, চ্যারিটি শো উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক ও বেতার-টিভি শিল্পী মোঃ রফিক, সদস্য সচিব মংচাই মারমা, এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
পরে অনুষ্ঠানের পোস্টার ও টিকিট উন্মোচন করা হয়। প্রসঙ্গত, ফনিন্দ্র লাল ত্রিপুরা কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির প্রাক্তন সাধারণ সম্পাদক ও একজন খ্যাতিমান সঙ্গীত শিক্ষক। দীর্ঘ ২২ বছর তিনি একাডেমির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর হাতে গড়ে উঠেছে অসংখ্য প্রতিভাবান শিল্পী, যারা জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, মৌসুমী প্রতিযোগিতা ও বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি অনুষ্ঠানে নিজ নিজ গুনের অধিকারী।