সাংবাদিক কামাল উদ্দিনের উপরে হত্যার উদ্দেশ্যে হামলা শিষ্য সন্ত্রাসী গ্যাং লিডার ফারুক

 

নিজস্ব প্রতিবেদকঃ

সাংবাদিক কামাল উদ্দিনের উপরে হত্যার উদ্দেশ্যে হামলা শিষ্য সন্ত্রাসী গ্যাং লিডার ফারুক সহ আরো ১৫-২০ জন লোক রাত ১১:৩০ দিকে সাংবাদিক কামাল উদ্দিনের উপরে হামলা করে।

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা ধীন বায়েজিদ বোস্তামী কাঁচাবাজার মুখে কাফে বায়েজিদ রেস্টুরেন্ট এর বাম পাশে ফুটপাতে চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় ওতর্কিতভাবে সাংবাদিক কামাল উদ্দিনের উপরে হত্যার উদ্দেশ্যে হামলা করে শিষ্য সন্ত্রাসী গ্যাং লিডার বিএনপি জামাত জুটের সদস্য ফারুক প্রকাশ ইয়াবা ফারুক।

এ সময় স্থানীয় কিছু জনসাধারণ বিষয়টি দেখতে পেয়ে এসে সাংবাদিক কামাল ও তার পিতা মোঃ সুমন মিয়া তারা দুইজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিন এবং মেডিকেলে যাওয়ার ব্যবস্থা করে দেন।
আর উত্তেজিত জনতার সম্মুখ থেকে হঠাৎ করেই ১৫ থেকে ২০ জন লোক ফারুকের সঙ্গে এসেছিল সবাই উধাও হয়ে গেলেন।

সাংবাদিক কামাল উদ্দিন হলেন দৈনিক চট্টগ্রাম সংবাদের এ স্টাফ রিপোর্টার ও দৈনিক দেশ সেবা পত্রিকার হাটহাজারী সংবাদদাতা ।

এ সময় সাংবাদিকরা কামাল উদ্দিন জিজ্ঞাসাবাদ করলে উনি বলেন আমি রাত্রে প্রায়ই সাড়ে ১১ টা বা ১১ টা ২০ এ সময় আসলাম বায়েজিদ কাঁচা বাজারের রাস্তার মুখে মোহাম্মদ ইব্রাহিমের দোকানে এসে একটি চা খেয়েছি এবং চা খাওয়ার পরে আমি বিল দিতে উঠবো এরই মাঝে দেখি ফারুকের স্ত্রী ফারুক সহ প্রায় ১৫ থেকে ২০ জন লোক মারমার বলে খালি চিৎকার দিচ্ছে এরপরে আমাকে শুধু মারছে আমার পিতা যখন আমাকে বাঁচানোর জন্য আকুতি মিনতি করছিল তখন আমার পিতার গায়েও হাত তুলে শীর্ষ সন্ত্রাসী ফারুক। গোপন সূত্রে জানা যায় ফারুক যাদেরকে নিয়ে এসেছে তারা সকলেই বিভিন্ন মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী এলাকায় এদের ভয়ে কেউ এদের বিরোদ্ধে  কোন কথা বলতে চাই না, নিরাপত্তা র স্বার্থে কখন তাদের উপর হামলা হয়।