যশোরে কিউট পুরুষ ও নারী হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনী দিনে তিনটি খেলা অনুষ্ঠিত

যশোর ব্যুরোঃ

যশোরের অনুষ্ঠিত কিউট পুরুষ ও নারী হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনী দিনে তিন টি খেলা অনুষ্ঠিত হয়েছে। পুরষ বিভাগে একমাত্র খেলায় জয় লাভ করেছে ঘোপ ক্রীড়া চক্র।অন্যদিকে নারী বিভাগের দুটি খেলায় জয় লাভ করেছে চুনবিউ স্পোর্টিং ক্লাব ও তসবির মহল একাদশ। বৃহস্পতিবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতার যাত্রা শুরু হয়।
পুরুষ বিভাগের একমাত্র খেলায় অংশ নেয় ঘোপ ক্রীড়া চক্র বনাম শাহাদত স্মৃতি সংঘ। এ খেলায় ঘোপ ক্রীড়া চক্র ২৪-১৩ গোলে জয় লাভ করে। বিজয়ী দলের পক্ষে তপু ও বিল্লাল ৭ টি করে, বোরহান ৩ টি, রাজু, রাসেল ও শুভ ২ টি করে এবং ইনসান ১ টি গোল করেন। বিজীত দলের পক্ষে রোহিত ৫ টি, মিলন ৩ টি, রাতুল ২ টি এবং বোরহান, আবির ও নিষান ১ টি করে গোল করেন।
অন্যদিকে নারী বিভাগের প্রথম খেলায় অংশ নেয় চুনবিউ স্পোটিং ক্লাব বনাম তীর্যক যশোর। এ খেলায় চুনবিউ স্পোটিং ক্লাব ৪-১ গোলে জয় লাভ করে। বিজয়ী দলের পক্ষে বৈশাখী ২ টি এবং ইয়াসমিন ও সম্পা ১ টি করে গোল করেন। বিজীত দলের পক্ষে নিলা একমাত্র গোলটি করেন। দ্বিতীয় খেলায় অংশ নেয় তসবির মহল একাদশ বনাম সৃষ্টি। এ খেলায় তসবির মহল ৩-০ গোলে জয় লাভ করে। বিজয়ী দলের পক্ষে রোদেলা, জুই ও জ্যেতি ১ টি করে গোল করেন।
খেলা শুরুর আগে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিক উজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব সাবেক হ্যান্ডবল খেলোয়াড় মুস্তাক নাসির টনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য সচিব সাঈদ আহমেদ ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য এ জেড এম সালেক, ক্রীড়া সংগঠক শেখ হাফিজুর রহমান লাবু, প্রতিযোগিতা পরিচালণনা কমিটির আহ্বায়ক মাহতাব নাসির পলাশ প্রমুখ।
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর