
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টায় কাপ্তাই বিউবো মাধ্যমিক স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে জোনাকি একাদশ ও দ্যা ইয়াং জেনারেশন মুখোমুখি হয়।
হাড্ডাহাড্ডি ও উত্তেজনাপূর্ণ এ খেলায় দ্যা ইয়াং জেনারেশনকে ৩–০ গোলে পরাজিত করে জোনাকি একাদশ বিজয় ছিনিয়ে নেয়।
জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর আহ্বায়ক মোঃ আবুল মোয়াছেন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ কামাল হাকিম এর সঞ্চালনায় আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (বিউবো)-এর ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই বিউবো নির্বাহী প্রকৌশলী কয়ছুল বারী, উপ-পরিচালক (হিসাব) চৌধুরী হাসান শরীফ, চিফ কেমিস্ট বোরহান উদ্দিন, বিউবো কাপ্তাই সিবিএ সভাপতি মোঃ বেলাল হোসেন , রাঙামাটি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
খেলা শেষে প্রধান অতিথি তাঁর বক্তব্যে সুন্দর ও সুশৃঙ্খল খেলার প্রশংসা করেন এবং জুলাই স্মৃতিকে ধারণ করে তরুণ প্রজন্মকে ক্রীড়ার মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে প্রধান অতিথি ও আয়োজক কমিটি ট্রফি তুলে দেন।





