
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
মহান বিজয় দিবস উপলক্ষে কর্ণফুলী পেপার মিল লিমিটেড (কেপিএম)-এ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কেপিএম স্কুল অ্যান্ড কলেজ মাঠসংলগ্ন শহীদ মিনারে শহিদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় কর্ণফুলী পেপার মিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম, জিএম (এডমিন) আব্দুল্লাহ আল মাহমুদ, শ্রমিক-কর্মচারী পরিষদ (সিবিএ)-এর সভাপতি আব্দুর রাজ্জাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন কন্ট্রাক্টর, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মিলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে কেপিএম কেন্দ্রীয় মাঠে নাচ, গান, খেলাধুলা, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজয় দিবস উদযাপন কমিটি, কেপিএম ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শ্রমিক-কর্মচারী পরিষদ (সিবিএ) ও অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে কেপিএম লিমিটেডের সাবেক কর্মকর্তা ও সাংস্কৃতিক সংগঠক, নাট্যঅভিনেতা আনিসুর রহমান এর উপস্থাপনায় জিএম (এডমিন) আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী পেপার মিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক বাণিজ্য এস এম আব্দুল্লা আল মামুন। এছাড়াও বিভিন্ন বিভাগীয় প্রধান কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম ও জিএম (এডমিন) আব্দুল্লাহ আল মাহমুদ বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয় আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করাই আজকের দিনের অঙ্গীকার হওয়া উচিত। তিনি আরও বলেন, কর্ণফুলী পেপার মিল লিমিটেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং আগামীতেও জাতীয় প্রয়োজন পূরণে প্রতিষ্ঠানটি তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে।





