কর্ণফুলী নদীতে সেতু নির্মাণসহ পার্বত্য উন্নয়নে বড় পরিকল্পনা নিয়ে মাঠে বিএনপি—এ্যাডভোকেট দীপেন দেওয়ান

 

রাজস্থলী প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত “রাষ্ট্রগঠনে ৩১ দফা কর্মসূচি” জনগণের মাঝে পরিচিত করার অংশ হিসেবে রাঙামাটির রাজস্থলী উপজেলায় ব্যাপক লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজস্থলী বাজারের সাপ্তাহিক হাটসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির ২৯৯ নং আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, বিএনপি সরকার গঠন হলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। রাঙামাটির মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করলে পাহাড়ি অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও অবকাঠামো খাতে আমূল পরিবর্তন আসবে। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রকৃত উন্নয়নের পথে বর্তমান আওয়ামী লীগ সরকার সবচেয়ে বড় বাধা। উন্নয়নের নামে লুটপাট হয়েছে, জনগণ বঞ্চিত হয়েছে মৌলিক অধিকার থেকে। বিএনপি ক্ষমতায় এলে কর্ণফুলী নদীর উপর আধুনিক সেতু নির্মাণসহ পিছিয়ে থাকা এই অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—দীপেন দেওয়ানের সহধর্মিণী মিসেস মৈত্রি চাকমা, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, আব্দুল মান্নান, বাবুল আলী, নিজাম উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, যুগ্ম সম্পাদক দেব জ্যোতি চাকমা ও সফিকুল ইসলাম চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রাজস্থলী সদর অঞ্চলের অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মারমা। বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে অন্যায়, দুর্নীতি ও লুটপাট রাষ্ট্রের মৌলিক কাঠামোকে ভেঙে দিয়েছে। জনগণের অধিকার ও গণতন্ত্র গভীর সংকটে। এমন পরিস্থিতিতে তারেক রহমানের ৩১ দফা জনগণের ক্ষমতায়নের নতুন দিকনির্দেশনা। লিফলেট বিতরণকে ঘিরে রাজস্থলী বাজার, ইসলামপুর ও বাঙ্গালহালিয়া এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। সাধারণ মানুষ আগ্রহ নিয়ে ৩১ দফা কর্মসূচির লিফলেট সংগ্রহ করেন এবং পথসভায় অংশ নেন। কর্মসূচি শেষে বাঙ্গালহালিয়া বাজারে পথসভায় ব্যাপক উপস্থিতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। পরে তিনি স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।