
ডেস্ক সংবাদঃ
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রাঙামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের রাঙামাটি স্টাফ করেসপন্ডেন্ট এস এম শামসুল আলম।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি সত্রং চাকমা এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন নিউজ২৪ চ্যানেলের স্টাফ রিপোর্টার ফাতেমা জান্নাত মুমু।
নির্বাচিত কমিটির প্রতি দৈনিক রাঙ্গামাটি সময় পরিবার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
অভিনন্দন ও শুভেচ্ছান্তে,
চৌধুরী মুহাম্মদ রিপন, দৈনিক রাঙ্গামাটি সময় পরিবারের পক্ষে।





