চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনু্ষ্টিত

 

কাপ্তাই প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় এবং কাপ্তাই উপজেলা যুবদলের তত্ত্বাবধানে চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) জুমার নামাজ শেষে কেপিএম পুরাতন জামে মসজিদে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলু।
বিশেষ অতিথি ছিলেন ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ শহীদুল ইসলাম শহীদ ও সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন মিলন।
এছাড়াও উপস্থিত ছিলেন—যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ, মোঃ লোকমান, আনোয়ার হোসেন আনু;
যুব নেতা মোঃ রফিকুল ইসলাম রফিক, মোঃ মাসুদ, পারভেজ, ১নং ওয়ার্ড যুব দলের সভাপতি মোঃ ফরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল, সাংগঠনিক সম্পাদক মোঃ রহিম, ৭নং ওয়ার্ড যুব দলের সভাপতি মোঃ মহিন উদ্দিন মহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিন উদ্দিন ইমনসহ চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ। মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।