
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
কাপ্তাইয়ের বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম তোফাজ্জল হোসেন স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন গেস্ট অব অনার কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন। টুর্নামেন্টের শুরুতে ১৬টি দল অংশগ্রহণ করে।
ফাইনালে মুখোমুখি হয় কর্ণফুলী টায়গার স্পোর্টিং ক্লাব ও কাপ্তাই বাঁশ কেন্দ্র একাদশ। উত্তেজনাপূর্ণ খেলায় টাইব্রেকারে ২-১ গোলে জয় অর্জন করে কর্ণফুলী টায়গার স্পোর্টিং ক্লাব। ধারাভাষ্যকার হিসেবে আকর্ষণীয় বর্ণনায় অংশ নিয়ে দর্শকদের মনোযোগ কাড়েন ওসমান গনি তনু। খেলায় রেফারি ছিলেন শাহাজালাল চৌধুরী এবং সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ নিজাম উদ্দিন জসিম ও মোঃ শাহিন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রেজউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহল আমিন।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাছান বাবু, সাবেক মেম্বার ও বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি একারাম হোসেন মেম্বার, এবং বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাস।
প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহল আমিন বলেন—মরহুম তোফাজ্জল হোসেন ছিলেন এলাকার একজন নিবেদিতপ্রাণ ক্রীড়ানুরাগী। তাঁর স্মরণে এমন আয়োজন নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে। বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের মতো নিয়মিত খেলাধুলা আয়োজন তরুণদের সুস্থতার পাশাপাশি সামাজিক সম্প্রীতিও বজায় রাখবে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ইতিবাচক উদ্যোগকে সবসময় স্বাগত জানানো হবে।
গেস্ট অব অনার সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন বলেন—সৈয়দ শামসুদ্দীন আহমেদ তিবরিজী সংঘ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে আসছে, যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমার বাবা র নামে অর্থাৎ মরহুম তোফাজ্জল হোসেন স্মৃতি টুর্নামেন্টের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো এবং যুবসমাজকে ক্রীড়া চর্চায় যুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের খেলাধুলা অব্যাহত থাকবে বলে আশা করি, তিবরিজী সংঘ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মরহুম তোফাজ্জল হোসেন স্মৃতি টুর্নামেন্টে কমিটি ও তিবরিজী সংঘের কর্মকর্তারা এই সময উপস্থিত ছিলেন।





