
কামরুজ্জামান, লংগদু প্রতিনিধি ;
রাঙামাটির নবাগত জেলা প্রশাসক (ডিসি) প্রথমবারের মতো লংগদু উপজেলা পরিদর্শন করেন এবং সেখানে কর্মকর্তা, হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেন। ১১ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ১১.০০ ঘটিকায় লংগদু উপজেলার পাবলিক লাইব্রেরীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, সভায় সভাপতিত্ব করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃজাহাঙ্গীর হোসেন,প্রধান অতিথি রাঙ্গামাটি পার্বত্য জেলার বর্তমান জেলা প্রশাসক, নাজমা আশরাফী, যিনি সম্প্রতি (নভেম্বর ২০২৫-এর দিকে) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে বদলি হয়ে এসেছেন এবং এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণ করেছেন. বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লংগদু জোনের উপ-অধিনায়ক, রাঙ্গামাটির পুলিশ সুপার, বিজিবি,থানা অফিসার ইনচার্জ, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস, ইউপি চেয়ারম্যান, হেডম্যান- কারবারি, লংগদু প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। উন্নয়ন, আইনশৃঙ্খলা ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে নানিয়ারচর সড়ক বাস্তবায়ন, লংগদুতে বিদ্যুৎ ব্যবস্থা,হেডম্যন -কারবারিদের অফিস , ভোট ও লঞ্চযোগে লংগদু টু রাঙ্গামাটি যাতায়াত ব্যবস্থা উন্নতি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে সভায় আলোচনা হয়। সভায় সর্বশেষ প্রধান অতিথি বক্তব্যদেন এবং সকলের দাবি দায়ার ব্যাপারে তিনি আশ্বস্ত করেন,লংগদু উপজেলার সকল সমস্যা লিখিত আকারে জেলা প্রশাসকের কার্যালয় জমা দেওয়ার জন্য নির্দেশ দেন, তিনি বিশেষ করে এই অঞ্চলে পরিবেশ ও সমাজের জন্য ক্ষতিকর কিছু গুরুতর বিষয় অবিলম্বে বন্ধ করার জন্য কঠোর নির্দেশনা দেন। বাল্যবিবাহ, অবৈধভাবে গাছ ও কাঠ -পাচার, এবং লাইসেন্সবিহীন ইটভাটা যা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে এসব কঠোরভাবে রোধ করতে হবে,এই অবৈধ কাজ বন্ধে প্রশাসনের সাথে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।





