
মোঃ আবদুল হক, হরিরামপুর প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা হল অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মীর আব্দুল ওয়াদুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার। কর্মশালায় সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি দমন ও প্রতিরোধ কমিটির সদস্য মো. আসাদুল ইসলাম দেওয়ান। এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক কবির আহমেদ, সদস্য ওসমান মিয়াসহ দেড় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা চত্বরে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার বলেন, দুর্নীতি জাতির অগ্রগতির সবচেয়ে বড় বাধা। জবাবদিহিতা নিশ্চিত করতে হলে পরিবার থেকে শুরু করে কর্মস্থল পর্যন্ত সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে। উপজেলা প্রশাসন দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তিনি আরও বলেন, এ ধরনের কর্মশালা মানুষের মধ্যে নৈতিকতা ও দায়িত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সভাপতি মীর আব্দুল ওয়াদুদ বলেন, দুর্নীতি প্রতিরোধ শুধু সরকারের কাজ নয়; এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। সবাই মিলে সচেতনতা গড়ে তুলতে পারলেই সুশাসন ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি আরও বলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সবসময়ই জনসচেতনতা বাড়াতে কাজ করছে, এবং এই কর্মশালা তারই অংশ। শেষে দুর্নীতি প্রতিরোধে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে কর্মশালা সমাপ্ত ঘোষণা করা হয়।





