কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, দুর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস উদযাপন

চৌধুরী মুহাম্মদ রিপনঃ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে চট্টগ্রাম–কাপ্তাই সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী”-তে আলোচনা সভা ও “অদম্য নারী সম্মাননা” প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। তিনি বলেন, “প্রত্যেক সাফল্যের পেছনে নারীর অবদান রয়েছে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারী জাগরণের অগ্রদূত—জাতি তাঁর অবদান চিরদিন স্মরণ রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা এবং সঞ্চালনা করেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, সফল জননী নারী সম্মাননাপ্রাপ্ত সন্ধ্যা রাণী দাশের বড় ছেলে চাঁদপুর সরকারি মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দাশ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন এবং নারী সংগঠক নুর বেগম মিতা।
অনুষ্ঠানে সফল জননী নারী হিসেবে সন্ধ্যা রাণী দাশ এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে জেমিয়া ফারজানা নিতু-কে “অদম্য নারী সম্মাননা” প্রদান করা হয়।
অপরদিকে, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে একইদিন সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী”-তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী। সঞ্চালনা করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “মানুষ সচেতন হলে এবং অধিকার ফিরে পেলে দুর্নীতি সমূলে নির্মূল সম্ভব।