
জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ইব্রাহিমপুর শাহ সুফি আজমত উল্লাহ র: এতিমখানা ও মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য নাজমুল করিমের সভাপতিত্বে। উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র উপদেষ্টা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোঃ জসিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা,সদস্য,জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ),উপদেষ্ঠা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপির সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির,ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক,কাজী নাজমুল হোসেন তাপস,ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ,আহবায়ক কমিটির সাবেক সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও সাবেক সহ-সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় কমিটি এড. রাজিব আহসান চৌধুরী পাপ্পু-সহ জেলা, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ইব্রাহিমপুর শাহ সুফি আজমত উল্লাহ র: এতিমখানা পির কেবলা ফয়েজী মোহাম্মদ আহমদ উল্লাহ। দোয়া মাহফিলে
বিএনপি’র চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য এবং দেশের সার্বিক মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।





