চট্টগ্রাম কর্ণফুলীতে দূর্লভ প্রাচীন প্রথম প্রত্নতত্ত্ব খনন কাজ শুরু

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধিঃ

স্বাধীনতা পরবর্তীকালে চট্টগ্রাম জেলায় এই প্রথম
প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হলো কর্ণফুলীর
ঐতিহাসিক বড় উঠানের “বিশ্বমুড়া” ঢিবিতে।আর হাজার বছরের এ পুরনো দূর্লভ প্রাচীন পুরাকীর্তি গবেষণা করে তা পুনরুদ্ধার করতে চবির পালি বিভাগের অধ্যাপক ড.জিনবোধি ভিক্ষুর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬ সেপ্টেম্বর, (শনিবার) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশনা চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের বিশ্ব মুড়ায় প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) চন্দন কুমার দে।

অনুষ্ঠানের উদ্বোধক ফারুক চৌধুরী বলেন,চট্টগ্রামের পুরাকীর্তি, ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বের
কথা তুলে ধরে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও গবেষণা কাজে সহায়তা প্রদান করতে এবং সরকারের রূপকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক তার প্রধান অতিথির বক্তব্যে বলেন,চট্টগ্রামের আঞ্চলিক পুরাকীর্তির উপর গুরুত্বারোপ করেন। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্নপর্যটনের গুরুত্বারোপ করে প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কাজে সহায়তা প্রদানের জন্য স্থানীয়দেরকে আহ্বান জানান।

এছাড়া প্রত্নতাত্ত্বিক খননের জন্য নির্বাচিত স্থানের ভূমি মালিকগণের প্রতিনিধি মো: ওসমান বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো: জাকির হোসেন, অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, জাতিতাত্ত্বিক জাদুঘরের উপপরিচালক ড. আতাউর রহমান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমান এবং কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মামুনুর রশীদছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ।

উল্লেখ্য যে, এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন পুনরুদ্ধারের লক্ষ্যে ২০১৭ সালের ১৫ জানুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।ঐ সভায় এ বিষয়ে তার গবেষণা লব্ধ তথ্য সভায় অভিহিত করেন।সে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের প্রয়াত সাংসদ মইন উদ্দিন খান বাদল, তৎকালীন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ,প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আলতাফ হোসেন,অতিরিক্ত সচিব সামচ্ছুনাহার বেগম,উপসচিব অসীম কুমার দে এবং মূল আবেদনকারীর ড.জিনবোধি ভিক্ষু।