
কাপ্তাই প্রতিনিধিঃ
শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ একরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সহ-সভাপতি নুরুল আবছার বাবুল। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ঈশ্বর চন্দ্র তনচংগ্যা, সুদীপ্তা চাকমা, শিউলিকা তনচংগ্যা, সুলতানা আক্তার, নুর বেগম, সাদিয়া শারমিন এ্যানী, তানিয়া সুলতানা মিলি, জান্নাতুল ফেরদৌস ও ম্রাসিংনু মারমা। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, বুদ্ধিজীবীরা ছিলেন জাতির মেধা ও আলোর দিশারি। তাঁদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু সেই ষড়যন্ত্র সফল হয়নি। প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ একরাম হোসেন বলেন, শহীদ বুদ্ধিজীবীরা আমাদের জাতির গর্ব ও অহংকার। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ একটি স্বাধীন দেশ পেয়েছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে—তাহলেই শহীদদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।





