
বিশেষ প্রতিনিধি:
পার্বত্য জেলা রাঙ্গামাটির রাজস্থলীতে প্রায় ২১ লাখ টাকার বিদেশি সিগারেট পাচারের সময় ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত জনপ্রতিনিধি সহ চারজনকে আটক করেছে পুলিশ ও সেনা সদস্যদের যৌথ টিম। রবিবার (৭ ডিসেম্বর) গভীর রাতে ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের মিতিঙ্গ্যা ছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাপ্তাই ৩৮ বিজিবি জোনের অধীন রাজস্থলী উপজেলার মিতিঙ্গ্যা ছড়ি সেনা ক্যাম্পের জেসিও মিজানুর রহমানের নেতৃত্বে সেনা সদস্য ও পুলিশ যৌথভাবে অংশ নেন। আটককৃতদের পরিচয় শিমুল দাস, মৃত চিত্ররঞ্জন দাসের পুত্র ও ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাজ্জাদ, শফিপুর পাথরবন পাড়া মহিবুল ইসলাম, শফিপুর রনি তঞ্চঙ্গ্যা, গোলকধন তঞ্চঙ্গ্যার পুত্র, রাজস্থলী বাজার অভিযানকারীরা শিমুল মেম্বারের ব্যবহৃত গাড়ি নং—২৮ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেন। জব্দ করা বিদেশি সিগারেট ওরিস: ৮ কার্টন (৪০০ প্যাকেট) পেট্রোন: ১০ কার্টন বেন্সন: ৫ কার্টন প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী জুরাছড়ি এলাকা থেকে অবৈধভাবে বিদেশি সিগারেট সংগ্রহ করে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে রাঙ্গুনিয়া, সরফভাটা, শিলকসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। থানার ওসির বক্তব্য রাজস্থলী থানার এসআই মোঃ হাফিজ
বলেন, আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫(বি) ধারা অনুসারে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। রাজস্থলী উপজেলায় মাদক ও অবৈধ কারবারের বিরুদ্ধে পূর্বের মতো জিরো টলারেন্স বজায় থাকবে।





