কাপ্তাইয়ে সাইমং মারমা ও মাচিং মারমার শুভ বিবাহ সম্পন্ন

 

চৌধুরী মুহাম্মদ রিপন:

রাঙামাটির কাপ্তাইয়ে আজ সম্পন্ন হলো সাইমং মারমা ও মাচিং মারমার শুভ বিবাহ অনুষ্ঠান। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়।
আজ ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, কাপ্তাইয়ের বড়ইছড়ি মারমা পাড়ার সন্তান সাইমং মারমা এবং খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার নোয়াপাড়া–কালাপানি এলাকার মাচিং মারমার বিবাহ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিয়ের বাড়িতে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দূর-দূরান্ত থেকে আগত অতিথিদের মধ্যে হিন্দু, মুসলিম ও পাহাড়ি বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় চারিদিক প্রাণবন্ত হয়ে ওঠে। প্রায় দেড় হাজারেরও বেশি অতিথির আগমন অনুষ্ঠানটিকে আরও বর্ণিল করে তোলে। ঐতিহ্যবাহী মারমা রীতিনীতির মধ্য দিয়ে দুই পরিবারের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির আবহ সৃষ্টি হয়। অতিথিরা নবদম্পতির সারাজীবনের শান্তি, সুখ, সমৃদ্ধি এবং সুন্দর দাম্পত্য জীবনের কামনা করেন। নবদম্পতি সাইমং মারমা ও মাচিং মারমার আগামীর জীবন ভালোবাসা, সম্মান ও সৌহার্দ্যে পরিপূর্ণ হোক—এ শুভকামনা রইল।