কাপ্তাইয়ে জাতীয়তাবাদী সাইবার দলের ২৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

 

প্রেস বিজ্ঞপ্তি,

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল–মিডিয়া সেল/ইনফর্মেশন ডেক্স এর কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক রাঙামাটির কাপ্তাই উপজেলা শাখার ২৫ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
ঘোষিত কমিটিতে কাপ্তাই উপজেলা সাইবার দল–মিডিয়া সেল/ইনফর্মেশন ডেক্স-এর সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারহান আহমেদ ফাহিম, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পূণ্যধন তঞ্চঙ্গ্যা, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ফয়সাল আহমেদ। নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, কাপ্তাই উপজেলায় জাতীয়তাবাদী সাইবার দলের কার্যক্রম আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে তারা একযোগে কাজ করবেন। শিগগিরই বাকি পদগুলো নিয়ে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়।