নবীনগরে গণ সংবর্ধনা ও আলোচনা সভা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

 

জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের বিটঘর গ্রামের গ্রামের কৃতি সন্তান বাহরাইন কেন্দ্রীয় বিএনপি’র সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আলাউদ্দিন আহম্মেদ কে এলাকাবাসীর পক্ষ থেকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। এ অনুষ্ঠানকে ঘিরে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার বিকালে বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপি’র সভাপতি ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত এডভোকেট এম এ মান্নান। উপজেলা বিএনপির সহ-সভাপতি বিটঘর ইউনিয়ন পরিষদের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফ শওকত ওসমান সভাপতিত্বে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মোহাম্মদ রহমততুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক সিনেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির এক নং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন মহিন, পৌর বিএনপি সিনিয়র সহ সভাপতি হাসিবুল হাদিস শাহীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুই দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুকুর খান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উক্ত মঞ্চে মন মাতানো, স্টেইজ কাঁপিয়ে গান পরিবেশন করেন বাংলাদেশের প্রখ্যাত গায়ক বাংলাদেশ চলচ্চিত্র থেকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী মনির খান ও তার দল।
এডভোকেট এম এ মান্নান বলেন,আমাকে দলের মনোনয়ন দেওয়া হয়েছে আমি একজন প্রার্থী, আমার জন্য আপনারা দোয়া করবেন পর্দার আড়ালের মা-বোনদের কাছে আমার সালাম পৌঁছে দিবেন,আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিবেন। আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিজয়ী করার আহ্বান জানান।